চন্দনাইশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


চন্দনাইশ প্রতিনিধি:

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-এ স্লোগানে চট্টগ্রামের চন্দনাইশে প্রায় ৩৯ হাজার ৪শ ৯২জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়ে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন সম্পন্ন হয়। ভিটামিনএ ক্যাপসুল খাওয়ানোর শতকরা হার ৯৯%. বাদ পড়া শিশুরা পরবর্তীতে স্থায়ী কেন্দ্র চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভিটামিন-এ ক্যাপসুল খেতে পারবে।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (১৫ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: কাজী মো: আবির আমান, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও) ডা: শ্রীপতি ভট্টাচার্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সুমিত ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন, এমওডিসি ডা: দীপন দেবনাথ, সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান পলাশ নাগ সহ এমটি ইপি আই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, সিনিয়র সহকারী নার্সবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতার চন্দনাইশের যুব রেড ক্রিসেন্ট একটি টীম।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, সারা দেশের ন্যায় চন্দনাইশ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। চলতি বছর ক্যাম্পেইনে চন্দনাইশ উপজেলায় স্থায়ী ২টি ও অস্থায়ী ২৪০ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে ।

তিনি আরো বলেন, মূলত শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে। বছরে দুইবার এই ক্যাম্পেইন হয়ে থাকে। তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।


Related posts

যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে লোহাগাড়ার মনুফকির হাটের সড়ক

Chatgarsangbad.net

জমকালো আয়োজনে এইচটি বাংলার ৩য় বর্ষপূর্তি পালিত

Chatgarsangbad.net

স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়” এর শীতবস্ত্র সংগ্রহ কর্মসূচির উদ্ভোদন

Chatgarsangbad.net

Leave a Comment