-
- চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম
- চন্দনাইশে বরমা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
- আপডেটের সময় : নভেম্বর, ৮, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ
- 16 বার ভিউ
চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরমা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরমা ধামির হাট বটতল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
র্যালিটি উপজেলা ও ইউনিয়নের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে কেশুয়া রাস্তার মাথায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ খ ম মোজাম্মেল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির নেতা মোঃ সেলিম উদ্দিন, আবদুস সালাম কোম্পানী, সেলিমুর রশীদ ভুইঁয়া, কামাল উদ্দিন তালুকদার, শাহজাহান চৌধুরী, সাদ্দাম হোসেন সুমন, সোলাইমান খান,গিয়স উদ্দিন, মোহাং করিম, মোহাং শাকিল প্রমুখ।
এই বিভাগের আরও খবর
Leave a Reply