আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে তারুণ্যের উৎসব উদ্বোধন


চন্দনাইশ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দপ্তর থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে চন্দনাইশ পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ৫৫ দিনের এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মো. রাজিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিসার্স ক্লাব সেক্রেটারি কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিম উদ্দিন, ফায়ার ব্রিগেডের স্টেশন ইনচার্জ কামরুল আহসান, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, এইউইও জীবন কানাই সরকার, ইউএএস বিপিন চন্দ্র রায়, জায়কা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর