চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসার সালানা জলসা অনুষ্ঠিত


আরফাত হোসেন:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসার সালানা জলসা ও পবিত্র ঈদ-এ (দঃ) মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সালানা জলসায় কর্মসূচির মধ্যে সকালে খতমে কুরআন, খতমে গাউসিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন। প্রধান আলোচক ছিলেন আনজুমান ট্রাস্ট’র মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান আহমেদ, ফজল আহমদ মাস্টার, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, মাও. সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, মাও. মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুহাম্মদ শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আমীর হোসেন চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মোহাম্মদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ শহীদুল আলম।

ত্বকরির পেশ করেন যথাক্রমে, অধ্যক্ষ মাও. আ ন ম আহমদ রেজা নক্সবন্দী, অধ্যক্ষ মাও. মুহাম্মদ সিরাজ উদ্দীন কাদেরী, মাও. মুহাম্মদ আবুল কাসেম আনছারী, মাও. মুহাম্মদ ফেরদৌস উল আলম খান কাদেরী, মাও. মুহাম্মদ আলতাফ হোসেন, মাও. মুহাম্মদ আলী, মাও. জামাল আহমেদ, মাও. মুহাম্মদ নূরুল ইসলাম কাদেরী, মাও. আবু মুহাম্মদ মেসকাতুল ইসলাম মোজাহেদী, মাও. মুহাম্মদ আব্দুল করিম, মাও. মুহাম্মদ রাশেদুল ইসলাম কাদেরী, মাও. মুহাম্মদ তৈয়বুর রহমান। মোহাম্মদ সোহেল রানা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইকবালুর রশীদ সেলিম, কবির আহমদ মাস্টার, মোহাম্মদ এখলাছ, মোহাম্মদ ফারুকুল আলম চৌধুরী, মোহাম্মদ আবু ছৈয়দ, খায়ের আহমদ, মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন, মোহাম্মদ সরোয়ার উদ্দীন, মোহাম্মদ সাইফুল আলম, মাও. মুহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মোহাম্মদ মামুনুর রশীদ, মাও. মুহাম্মদ ইব্রাহীম, মাও. মুহাম্মদ রবিউল ইসলাম, মাও. মুহাম্মদ জুনাইদ জাকী, মাও. মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাও. মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ নূর উজ্জামান, মোহাম্মদ শিহাবুল আলম, মোহাম্মদ সায়েম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Related posts

মূল ফটক তালাবদ্ধ করে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Chatgarsangbad.net

শপথ নিলেন ২২ ইউপি চেয়ারম্যান

Shahidul Islam

আলী মর্তুজা খাঁনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Saddam Hossain

Leave a Comment