চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


চন্দনাইশ প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাছবাড়ীয়া সরকারি কলেজে দুইদিন ব্যাপী বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার কলেজ মাঠে ২দিন ব্যাপী বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ শেষে বিজয়ীদের এ পুরস্কার বিতরণ করা হয়।

বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন, সহযোগী অধ্যাপক মো. ইলিয়াছ মিয়া, সহযোগী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া, ড. মাসুমা বেগম, সাফিয়া বিনতে শফি, সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ার, প্রভাষক উজ্জ্বল বড়ুয়া, প্রভাষক বাহা উদ্দিন, প্রভাষক নুপুর শর্মা, প্রভাষক কেফায়েত উল্লাহ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রয়োজনীয়তা আছে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।


Related posts

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করছেন: শিক্ষা উপমন্ত্রী

Chatgarsangbad.net

চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ হাতছাড়া হচ্ছে ৪ কারণে

Chatgarsangbad.net

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর সমাজ নবগঠিত কমিটির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Md Maruf

Leave a Comment