আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদলের সভাপতি গাজী সিরাজকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সানপ্লাস গ্রুপ


সাদ্দাম হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ছাত্রদলের সভাপতি গাজী সিরাজকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সানপ্লাস গ্রুপ। সোমবার বিকালে কাদের টাওয়ার সানপ্লাস গ্রুপের অফিসে শুভেচ্ছা বিনিময়ে
একটি ফুলের তোড়া উপহার দেন।

এই সময় উপস্থিত ছিলেন, সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ মধু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সোলাইমান,সানপ্লাস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন মানিক।
সানপ্লাস গ্রুপের ডিরেক্টর শাহাদাত হোসেন সাগর। জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন তুর্য।

এসময় গাজী সিরাজ বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছেন তখনই সে দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। আবারো আমাকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে নিজেকে উজাড় করে দলের জন্য কাজ করা। অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। প্রিয় সহকর্মী,ভাই ও বন্ধু মহল, আমার জন্মদিনে আমাকে ফোন কলে, ম্যাসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ এ,এবং সবার পারসোনাল ওয়ালে পোস্ট করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর