আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


ফজলুল করিম

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায়, চট্টগ্রাম মহানগর যুবদলের অন্যতম সংগঠক এনামুল হক রাজুর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

নগরীর কদমতলী বিআরটিসি মার্কেট চত্ত্বর থেকে শুরু হয়ে উক্ত মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র দলীয় কার্যালয় কাজীরদেউরীস্হ নাসিমন ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে এনামুল হক রাজু বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে নিরীহ ছাত্র-জনতাকে গণহত্যা করে ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্হা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার বিচার নিশ্চিত না করা হবে ততদিন পর্যন্ত যুবদলের নেতা-কর্মীরা রাজপথে প্রতিবাদমূখর হয়ে থাকবে।

উক্ত সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্হিত ছিলেন নগর যুবদল নেতা তৈয়ব আলী, সাইফুল ইসলাম, জসিমউদ্দীন, আবদুল কাদের, এম আর খান ফারুক, আরাফাত নুর হিমেল, রাজু হোসেন মনা, শফি রানা, ইসমাঈল হোসেন সোহেল, নাসির উদ্দীন, মোঃ জহির, আবদুল হারেস, আলমগীর বাবু, মোঃ জিয়া, আবসার উদ্দীন, আলমগীর হোসেন দিপু, তানভীর উদ্দীন, আবদুর রহমান, রুবেল কুমার নাথ, মোঃ রুবেল, মিটন রবি দাশ, সাদেক হোসেন খোকা, সোহান সাহা, ফারহান জামিল, মোঃ রেন্টু, মোঃ রবিউল ইসলাম রুবেল সহ নগরীর ১৫ থানা ও ৪২ টি সাংগঠনিক ওয়ার্ডের যুবদলের বিভিন্ন স্হরের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর