আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ২৬ জন


অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (২৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮২২ জন মহানগর এলাকার ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ১২৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮১ হাজার ১৮৪ জন এবং উপজেলায় ২৯ হাজার ৯৩৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর