আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নাট-বল্টু ও লোহা চুরির সময় আটক ৩


নিউজ ডেস্ক: চট্টগ্রামের ২নং গেট ফ্লাইওভারের ওপর থেকে দিনের বেলায় নাট, বল্টু ও লোহা চুরি করার সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে ফ্লাইওভারের উপরের অংশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাট–বল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়। ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটকে ফেলা হয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর