চট্টগ্রামমহানগর

চট্টগ্রামে প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই সাড়ে ৮টায় দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ কে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে লিংক রোড় এলাকায় ডাকাতদল নগদ টাকাসহ ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় তিনি ৩/৪ জনকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে এ মামলার আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 


Related posts

সাতকানিয়ায় ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা, নগদ অর্থ লুট

Chatgarsangbad.net

চকরিয়া থানা হাজতে যুবকের রহস্যজনক মৃত্যু!

Saddam Hossain

সাগরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment