আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ার এডভোকেট ওসমান আলীর মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসীর


মুবিনুল হক চৌধুরী কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা >>> কক্সবাজার চকরিয়া পূর্ব বড় ভেওলা আনিচ পাড়ার প্রিয় সন্তান, এডভোকেট ওসমান সাহেবের মৃত্যুতে সবার হৃদয় ভারাক্রান্ত।বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।তিনি ছিলেন সাদা মনের মানুষ, এক বিশাল হৃদয়ের অধিকারী। তাঁর নরম স্বভাব আর বিনম্র ব্যবহারে মানুষ কাছে টানতো। বড় আব্বার ঘনিষ্ঠ বন্ধুত্বের সঙ্গী হিসেবে তিনি আমাদের পরিবারের কাছে ছিলেন অত্যন্ত আপনজন।তাঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তিনি মমতার সুরে বলতেন, “বাবা, কেমন আছ?” সেই নরম কথাগুলি যেন তাঁর স্নেহ ও দয়ার প্রতিচ্ছবি হয়ে আছে আমাদের স্মৃতিতে। তিনি তাঁর চারপাশের মানুষকে শ্রদ্ধা, ভালোবাসা, ও মানবিকতা দিয়ে আপন করে নিয়েছিলেন। তাঁর চলে যাওয়া শুধু আনিচ পাড়ার জন্য নয়, বরং আমাদের সকলের জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।এডভোকেট ওসমান সাহেবের বিদায় আমাদের মনে দুঃখ দিলেও তাঁর রেখে যাওয়া ভালোবাসা ও শিক্ষার আলো চিরকাল আমাদের পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু তায়া’লা যেন তাঁর সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। আমীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর