কক্সবাজারচট্টগ্রাম

চকরিয়ায় পরোয়ানাভূক্ত ৬ আসামী গ্রেফতার


রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

চকরিয়া থানার বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৬জন আসামীকে গ্রেফতার করেন পুলিশ।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অভিযানে এসব পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ হেলাল উদ্দিন (২৬) উপজেলার ডুলাহাজারা ইউপির ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে, মোজাম্মেল হক (৩৫) বমুবিলছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের পানিস্যা বিল এলাকার শাহাব মিয়ার ছেলে, ,বিমল নাথ (৫৫) ডুলাহাজারা ইউপির মালুমঘাটস্হ ৩নং ওয়ার্ডের চা-বাগান এলাকার জোগেন্দ্র নাথের ছেলে,শাহাব উদ্দীন (৬২) পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত হামিদ নুরের ছেলে,রুহুল কাদের (৩৬) সাহারবিল ইউপির ৩নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ও ইমরুল প্রকাশ ইমরুল্লা চোরা (২৪) পূর্ব বড় ভেওলা ইউপির ৮নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত শেফায়েত কাদেরের ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া। তিনি জানান-গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় ধৃত আসামীরা পলাতক ছিলেন।স্বকৌশলে তাদেরকে আটক করা হয়। তবে গ্রেফতার মোঃ হেলাল উদ্দিন (২৬) এর বিরুদ্ধে থানার মামলা নং-২৯/২৪ইং, মোজাম্মেল হক (৩৫) এর বিরুদ্ধে থানার মামলা নং-২১/২৪ইং, বিমল নাথ (৫৫) এর বিরুদ্ধে সিআর, শাহাব উদ্দীন (৬২) এর বিরুদ্ধে সিআর, রুহুল কাদের (৩৬) এর বিরুদ্ধে ৩ মাসের সাজা ও প্রকাশ ইমরুল্লা চোরা (২৪) এর বিরুদ্ধে জিআর রুজু ছিলেন। তাদেরকে দুপুরের আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।


Related posts

চন্দনাইশে গাউসিয়া কমিটির ওরশ শরীফ ও স্মরণ সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মোতালেব

Chatgarsangbad.net

চন্দনাইশে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment