অন্যান্য

ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ


ভ্রাম্যমান প্রতিনিধি>>>নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সীমান্ত জনপদ বাইশফাঁড়ীতে গরীব-দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার( ৮জানুয়ারী) বিকেল ৪টার দিকে বাইশফাঁড়ী সরকারি প্রাঃবিঃ’র মাঠে বিজিবি’র কক্সবাজার রিজিয়ন ও কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত লাগোয়া বাইশফাঁড়ী এলাকার প্রায় ৩শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে:কর্ণেল ফারুক হোসেন খাঁন বলেন, যারা শীতকালে গ্রামাঞ্চলে কষ্ট পাই, তাদেরকে কম্বল বিতরন করতে বিজিবি’র মহাপরিচালক আন্তরিক সদিচ্ছা পোষণ করেছেন। তারই ধারাবাহিকতায় উক্ত এলাকায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এটা কোন অনুদান না, বিজিবির পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ।আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে সম্মানিত হবেন,এমনটাই জানিয়েছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ফারুক হোসেন খান।এ সময়, কোয়ার্টার মাস্টার (ভারপ্রাপ্ত এডি) মোহাম্মদ শফিকুল ইসলাম, বাইশফাঁড়ী সঃপ্রাঃ বিঃ’র প্রধান শিক্ষক নুরুল কবির, বিওপি কমান্ডার প্রদীপ, সাংবাদিক শফিক আজাদ, সমাজ সেবক এইচ, কে, বি, ইট ভাটার স্বত্বাধিকারী হায়দার আলী  কোম্পানি, যুবদল নেতামফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলম, মাওলানা আবছার,২৭১নং মৌজার কারবারি কৈলাচিং তংঞ্চগ্যাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Related posts

সাতকানিয়ায় সোনাকানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যদের অনাস্থা

Md Maruf

নামধারী সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি থেকে সাবধান

Md Maruf

শিবগঞ্জে আপন সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

Md Maruf

Leave a Comment