বিনোদন প্রতিবেদক: অবশেষে স্বপ্ন পূরণ হলো সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত মুখ হিরো আলমের। গাড়ি কিনেছেন তিনি। আর এই স্বপ্নটা হিরো আলম মনে পুষে রেখেছিলেন দীর্ঘদিন ধরেই- এমনটাই জানালেন গণমাধ্যমকে।। সম্প্রতি ফিল্ডার ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন হিরো আলম। এবার তার ইচ্ছে ঢাকায় নিজের নামে একটি ফ্ল্যাট কেনা।
হিরো আলম বলেন, ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।’এদিকে বেশ কিছুদিন ধরেই হিরো আলমের ঘর ভাঙার গুঞ্জন রয়েছে। কথা রটেছে, তার স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হিরো আলম।
তার ভাষ্য, ‘বছর খানেক ধরেই তো আমরা সংসার ভেঙে যাচ্ছে নিয়ে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে। আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি।’
Leave a Reply