আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের নব নির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ রবিবার (১৫ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমজাদ হোসেন।

 

প্রভাষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ লোকমান হাকিম, পৌর কাউন্সিলর মোঃ শাহেদুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদুর ইসলাম চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সহ-সভাপতি আবু তালেব আনচারী, দপ্তর সম্পাদক আমিন উল্লাহ টিপু, ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিন, সিনিয়র শিক্ষক শাহজাহান আজাদ, হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা যুবলীগের সদস্য এম. হেলাল উদ্দিন চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জমির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মারজাদুল ইসলাম আরমান, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল, জসিম উদ্দিন চৌধুরী, মোজাফফর আহমেদ চৌধুরী, পৌরসভা যুবলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম মঈন উদ্দিন বাচা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, সমাজসেবক আইনুল হুদা, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম কাফি, কাজী নাজমুল ইসলাম রুমি, সিরাজুল হক সাকিব, সম্রাট চৌধুরী, ইফতেখার আলম, সজীব মোহাম্মদ তারেক, ইমনসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কেবল ভবন নির্মাণ করছেন না, তিনি শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে বর্তমান সরকার।

তিনি আরোও বলেন, পদ্মা সেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মহোৎসব চলছে। বিদ্যুৎঘাটতি নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ মডেল দেশ। ঘরে ঘরে আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর