Hom Sliderচট্টগ্রামমহানগর

খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১


অনলাইন ডেস্ক

নগরের খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদস্য পরিচয় দেয়।

এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না।

এ অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১১ জনকে আটক করে। এসময় দুজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি বলেন, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।


Related posts

চট্টগ্রাম মহানগর কৃষকদল বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন

Chatgarsangbad.net

চন্দনাইশে ওসির বিদায় ও বরণ

Chatgarsangbad.net

অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

Shahidul Islam

Leave a Comment