খুলনায় আবৃত্তি ইশকুল আয়োজনে হেমন্তে কাব্য কথা খুলনা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনায় আবৃত্তি ইশকুল আয়োজনে হেমন্তে কাব্য কথা গতকাল বিকাল সাড়ে ৪ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। আবৃত্তি ইশকুল আয়োজনে সরচিতা কবিতা পাঠ ও কবিতা পাঠে অংশ গ্রহণ করে সবুজ পাতার দেশে,কিংবদন্তি আবৃত্তি পরিষদ,ধ্রপদি আবৃত্তি সংগঠন, অংকার তৃনুতা,এবং আবৃত্তি, কন্ঠ কুঞ্জ আবৃত্তি সংগঠন, ছায়া বৃত্ত আবৃত্তি পরিষদ, সপ্ন সারথি সাংস্কৃতিক সংগঠন, বাক আবৃত্তি অনুশীলন, মুক্তধরা আবৃত্তি চর্চা কেন্দ্র।

এ সময় উপস্থিত খুলনার বিভিন্ন অংগনের কবি,সাহিত্যিক,ছড়া,প্রবন্ধকারদের অনেকদিন পর একহতে পেরে মিলনমেলায় পরিনত হন বলে জানান আবৃত্তি ইশকুলের সাধারণ সম্পাদক মো: সালমানুল মেহেদী মুকুট।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ভার্গব বন্দোপাধ্যায়,অধ্যাপক মানজার আলম,অধ্যাপক মো: মহিবুল্লাহ।সার্বিক দায়িত্ব পরিচালনা করেন, আফরোজ জাহান চৌধুরী কলি,কাজী গোলাম সরোয়ার, সালমানুল মেহেদী মুকুট।

উপস্থাপনায় ছিলেন, কবি রেবেকা সুলতানা,উম্মে হাবিবা মুক্তা। আবৃত্তি ইশকুল আয়োজনে হেমন্তে কাব্য কথায় অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন, শিল্পি কায়েস মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিগত দিনে নিহত কবি, সাহিত্যক,ছড়া,প্রবন্ধকার যারা মৃত্যু বরন করেছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।


Related posts

ড. ইউনূস বুঝে-না বুঝে অপরাধ কম করেনি: এম এ আজিজ

Mohammad Mustafa Kamal Nejami

বিশ্বব্যাংক থেকে আরো ৫০০ মিলিয়ন ডলার ঋণের আশা অর্থমন্ত্রীর

Chatgarsangbad.net

শবে বরাতে যে আমলগুলো করবেন

Chatgarsangbad.net

Leave a Comment