আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষ্ণ শেখর দত্ত বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদে নতুুন সভাপতি


স্টাফ রিপোর্টার: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের নতুন সভাপতি হিসেবে সানোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিষদের সহ-সভাপতি কৃষ্ণ শেখর দত্তকে কো-অপ্ট করা হয় এবং তিনি এ পদে যোগদান করেছেন।

এ উপলক্ষ্যে পরিষদের এক সাধারণ সভা ৩১ জুলাই বৃহষ্পতিবার রাতে আন্দরকিল্লা বাগীশিক মিলনায়তনে পরিষদের উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্তকে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত কো-অপ্টের সিদ্ধান্তে সম্মত হয়ে সভাপতি পদে যোগদান করেন।

গত দশ বছর ধরে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৩ সালে চান্দগাঁও থানার শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জন করেন কৃষ্ণ শেখর দত্ত। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃষ্ণ শেখর দত্ত ছাত্রজীবন থেকেই খেলাধূলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং শিক্ষকতার পাশাপাশি মানবকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছেন। তিনি বোয়ালখালী উপজেলা ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর করলডেঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী দত্ত পরিবারের গোপাল চন্দ্র দত্ত ও অনিতা রানী দত্তের সন্তান।

তিনি সদ্যপ্রয়াত সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন৷ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রথম সভাপতি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল এবং দ্বিতীয় সভাপতি ছিলেন প্রয়াত শিক্ষক অঞ্জন চৌধুরী। তৃতীয় ও বর্তমান সভাপতি হলেন শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ইঞ্জিনিয়ার রূপক মুৎসুদ্দী (বড়ুয়া) এবং দ্বিতীয় ও বর্তমান সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। মূলত তিনিই (সিঞ্চন ভৌমিক) এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর