আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২


ভেড়ামারা পাওয়ার হাউজ যাত্রী ছাউনির সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা নিহত হন বলে ভেড়ামারা থানার ওসি শাহ জামাল জানান।

নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ক্রর্ফোডনগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৩) ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে রিংকু হোসেন (২৪)।

স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে কুষ্টিয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়লে এর আরোহী রিংকু ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া অপর আরোহী পারভেজ আহত হন। তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা যান বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ট্রাকটিকে পুলিশ শনাক্ত করতে পারেনি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ওসি শাহ জামাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর