আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াইশের ভূমিদস্যু দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেন স্হায়ীরা


সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু স্বৈরাচারের দোআসর দেলোয়ার হোসেনের অত্যাচার ও ভূমিদস্যুতার হাত থেকে বাঁচতে এবং নিরহ ব্যক্তিদের দখল করে রাখা জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বিকেলে উপজেলার কালিয়াইশ বিওসীর মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে কালিয়াইশ এলাকায় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে নিরহ মানুষদের জমি দখল, অবৈধ বালি উত্তোলন, কিশোর গ্যাংগ সৃষ্টি করে বিভিন্ন অপকর্মের করে আসছে ভূমিদস্যু দেলোয়ার।  ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের দখলকৃত জমি উদ্ধার করে আইনের আওতায় এনে দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ভুক্তভোগীদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চাষি, আবু জাহেদ, মোরশেদ, নীলুফা আক্তার, শফি মো. আশরাফ, মো. মনছুর, সহ আরো অনেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর