আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালারমারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার


সরওয়ার কামাল, মহেশখালীঃ

১৪ই নভেম্বর মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১টি পিস্তল,১টি দেশীয় পিস্তল, ২ ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি সহ কালারমারছড়ার জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন-মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মোঃ মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।

তিনি আরো বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কালারমারছড়ায় স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক আটকে বিক্ষোভ করতে দেখা যায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর