কাপ্তাই থানা থেকে পালানো আসামিকে ফের গ্রেপ্তার


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা হাজত থেকে গ্রিল কেটে পালানো চুরির মামলার আসামি সাগরকে (২২) ফের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, বুধবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ আরও জানান, তাঁর বিরুদ্ধে আগে চুরির মামলা করা হলেও থানা হাজত থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। আসামিকে আজ বৃহস্পতিবার রাঙামাটি আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত: গতকাল বুধবার (১১ জুন) ভোরে সাগর নামে ওই আসামিকে কাপ্তাই থানার পুলিশ নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এদিন সকাল ৯টায় সেই থানা হাজত থেকে গ্রিল কেটে পেছন দিয়ে পালিয়ে যান সাগর।

 


Related posts

ট্রফি চলে এসেছে কাতারে, আসতে শুরু করেছে দল-সমর্থকরা

Chatgarsangbad.net

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা চান সমন্বয়করা

Chatgarsangbad.net

নাশকতা মামলায় গ্রেপ্তার এ্যানি

Chatgarsangbad.net

Leave a Comment