আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনা আক্রান্ত ব্রিটিশ রানি এলিজাবেথ


করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। রবিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রানি এখন করোনার হালকা ঠান্ডা-সদৃশ লক্ষণগুলো অনুভব করছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাঁর (রানি দ্বিতীয় এলিজাবেথ) চিকিৎসা সেবা অব্যহত থাকবে। পাশাপাশি সব প্রয়োজনীয় নির্দেশিকা অনুসরণ করবেন।

এর আগে গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন প্রিন্স অব ওয়ালস ও রানির বড় ছেলে। বিবিসি জানায়, এসময় রানি দ্বিতীয় এলিজাবেথ তার সংস্পর্শে ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর