আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি


অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরের একটি সামাজিক কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকার সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

জানা গেছে, আজ সোমবার ফজরের নামাজের পর স্থানীয় হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে ওই কবরস্থানে যান। এসময় পাশের চারটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তিনি। পরে নিশ্চিত হন যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে। কঙ্কাল চুরির বিষয়ে কাকড়াজান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল বলেন, এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এই প্রথম নয়, আগেও চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। এ ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া জানান, কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর