কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার নারী আদালতের পিপি টিটু’কে সংবর্ধিত করল পেকুয়া প্রেসক্লাব


এইচএম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাক্ষিক পেকুয়ার নির্বাহী সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে পেকুয়া প্রেসক্লাবের হল রুমে তাকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

সংবর্ধনা সভায় পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক সাংবাদিক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে ও পাক্ষিক পেকুয়ার মাল্টিমিডিয়া সম্পাদক সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মীর মোশারফ হোসেন টিটু, পেকুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, পাক্ষিক পেকুয়ার বিভাগীয় সম্পাদক ও প্রেসক্লাব সদস্য মাহমুদুল করিম, পেকুয়া প্রেসক্লাবের সদস্য ও পাক্ষিক পেকুয়ার সার্কোলেশন ম্যানেজার রুহুল আমিন পারভেজ, সদস্য রফিক উদ্দিন আহমদ, কফিল উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোছাইন, সোহেল আজিম। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এইচ এম. শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনুস, সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক মফিজুর রহমান, মো.আজম উদ্দিন, সিনিয়র ক্যামেরা পার্সসন তাওহীদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক হিসাবে টিটু যেমন পরিচ্ছন্ন ও প্রতিশ্রæতিশীল ছিলেন, আইনজিবী হিসেবেও সর্বজন গ্রহনযোগ্যতাই পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় সকলে আনন্দিত হয়েছেন। পেকুয়ার সাংবাদিকতার পথকে সুগম করার ক্ষেত্রে তার অবদানকে স্বীকার করতে হবে। বক্তারা আরো বলেন, নির্লোভ নিরহংকার ও গরীবের উকিল হিসেবে সমাদৃত হওয়ায় পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া পরিবার গর্বিত। আইনজিবী টিটু হিসেবে যেভাবে সর্বসাধারনকে সেবা দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন পিপি হিসেবে আপনার সেবার প্রত্যাশা আরো বেড়েগেছে।

সংবর্ধিত অতিথি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর( পিপি) এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, পেকুয়া প্রেসক্লাবই আমাকে সাংবাদিকতার পাশাপাশি আইনজিবী বানিয়েছে। আমার আজকের পিপি ও আইনজিবী হিসেবে পরিচিতির জন্যে পেকুয়া প্রেসক্লাবের আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ। তিনি প্রতিশ্রæতি দিয়ে আরো বলেন, তার কর্মকান্ডের মাধ্যমে প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদের সুনাম রক্ষার্থে তার জন্মস্থান কক্সবাজারের সাধারণ লোকজনের সাধ্যমতো কাজ করে যাবেন।


Related posts

চট্টগ্রামে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মতামত গ্রহণের সভা অনুষ্ঠিত

Md Maruf

‘শুধু চেয়ে চেয়ে দেখবেন- আমরা আবার ক্ষমতায় যাব’

Chatgarsangbad.net

আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে যুবকদের নেতৃত্ব দিতে হবে

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment