কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার ২ আগস্ট দুপুর দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

চাটগাঁর সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

নিহতলা হলেন অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এরপর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

তিনি জানান, রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিক্সাটি রেল বিটের উপর উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠিত হয়।


Related posts

কক্সবাজার ট্রাফিক পুলিশের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজিতে মানববন্ধন

Chatgarsangbad.net

উখিয়ার দুই যুবক ইয়াবাসহ ফেনীতে গ্রেফতার

Chatgarsangbad.net

উখিয়ায় প্রেমঘটিত বিষয়ে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Chatgarsangbad.net

Leave a Comment