কক্সবাজারে গরু কিনে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত


নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার সময় ডাকাতের ছুরিকাঘাতে পারভেজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দিবাগত রাতে উপজেলা কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত পারভেজ একই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। এছাড়াও এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পারি গর্জনিয়া বাজার হতে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় আসলে পেছন হতে তাদের ওপর আক্রমণ করে ডাকাত দল। এ সময় ডাকাত দলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল।

এ হামলায় আহত ৩ জনকে সদর হাসপাতালে নিয়ে আসলে পারভেজকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানায়।


Related posts

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

Chatgarsangbad.net

রাউজানে রাজনৈতিক পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি, ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার এক

Chatgarsangbad.net

সুষ্ঠু নির্বাচনের তাগিদ মার্কিন যুক্তরাষ্ট্রের

Chatgarsangbad.net

Leave a Comment