আনোয়ারা প্রতিনিধি: রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলছ আগামীকাল শনিবার।ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)আওলাদ পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী নেতৃত্বে শনিবার সকাল ৮টায় শুরু হয়ে আনোয়ারা – চন্দনাইশ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতঘাটিয়া পুকুর পাড় হযরত শাহ সুফী আলী রজা ও একরাম শাহ রজায়ী রহমাতুল্লাহি আলাইহি এতিমখানা ময়দানে দুপুর ১২টায় মাহফিলে মিলিত হবে। সেখানে যোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
জুলুসে আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম,জি,আ), অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (ম,জি,আ), আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী (ম,জি,আ), চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকীসহ দেশ বরেণ্য আরো ওলামা-মাশায়েখ, পেশাজীবি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে মিলাদ-কিয়াম করবেন, মাওলানা মুহাম্মদ কামরুদ্দীন নূরী।
মোনাজাত করবেন, ওষখাইন রজায়ী দরবার শরীর সাজ্জাদাশীন শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী।এতে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী।
Leave a Reply