আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩-এর সেক্রেটারি আরিফ খান, ট্রেজারার মোজাম্মেল


এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩-এর বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আরিফ খানকে সেক্রেটারি ও মুহাম্মদ মোজাম্মেল হককে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়েছে।

সম্প্রতি ডিস্ট্রিক্ট গভর্নর সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ লিয়াকত আলী।

এতে ডিস্ট্রিক্ট ৩-এর বিভিন্ন ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন জিকরু হাবিবিল ওয়াহিদ (চিটাগং), মো. আবু তাহের সিবলু (চিটাগং মেট্রোপলিটন), শেখান্দার রহমান (পতেঙ্গা), নিনি প্রো (বান্দরবান), এ.এইচ.এম হামিদুল ইসলাম মোরশেদ (চকরিয়া), রানা দাস (বার আউলিয়া), বিরো লাল তঞ্চঙ্গ্যা (সাংগু), মো. নুরুল আমিন (চিটাগং সেন্ট্রাল), বিশানাথ তঞ্চঙ্গ্যা (নীলাচল), মো. আলমগীর আলম (পটিয়া), হিরো আমিন (মাতামুড়ি), রঞ্জিত বড়ুয়া (কাপ্তাই) ও তৈয়ব আলী (লামা)।

সভায় জেলা কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর