এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকনের জঙ্গীবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে ২৯ নভেম্বর শুক্রবার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়৷ জুমার নামাজের পর উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালিরহাট, বাংলাবাজার, রাউলিবাগসহ প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সাতঘাটিয়া পুকুরপাড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে,সেজন্য চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইমরান আল হোসাইনের নেতৃত্বে পুলিশের চৌকসটিম এবং জনৈক ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনী টহলরত অবস্থায় ছিল।
মুহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মো. রিফাছ, আবু ছালেক, আমানত খান, রিয়াজ, মো. বেলাল, এস্কান্দার, সিফাত, রিয়ান, ইফসান, মো. রাব্বি, মো. হেলাল, মো. শওকত হোসেন, মো. ইমন প্রমুখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবী এবং আলিফ হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানান।
সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রতিনিধি,
Leave a Reply