আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া এন.এ.চৌঃ উচ্চ বিদ্যায়ের ফলাফল ঘোষণা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> স্কুল মাঠে উদ্বেগ আর উৎকণ্ঠায় অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। পরে অনেকে আনুষ্ঠানিকভাবে স্কুলে ফলাফল প্রকাশের পর ছুটে এসেছেন প্রিয় স্কুলের আঙ্গিনায়,এসে খুশিতে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাস করতে দেখা যায়।সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী কাঞ্চনা এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয় সকল শ্রেণীর পরীক্ষার্থীদের মাঝে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।সোমবার (৩০ডিসেম্বর) সাকাল ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুম প্রধান শিক্ষক জয়নুল আবেদীন অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করে।সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যায়ের উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা,জামায়াতে ইসলামের কাঞ্চনা ইউনিয়নের সেক্রেটার যায়েদ হোসাইন,এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যায়ের সহ-কারী প্রধান- শিক্ষক তাপস পাল,শিক্ষক শিক্ষিকা অভিভাবক,ও ছাত্র-ছাত্রীসহ উপবিষ্ট ব্যক্তিবর্গ।অত্র বিদ্যায়ের উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা প্রধান মেহমানের বক্তব্যে,যায়েদ হোসাইন বলেন শিক্ষা হচ্ছে প্রচেষ্টার বহিঃপ্রকাশ সুশিক্ষা জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা,আর নৈতিক শিক্ষার জন্য দরকার,ধর্মীয় শিক্ষা, সেটার জন্য প্রয়োজন, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে সুশিক্ষায় ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠিত করতে সম্মিলিত প্রচেষ্টায় একজন দক্ষ সুশিক্ষিত নাগরিক দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে সক্ষম হবে।এদিকে উক্ত অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন।ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষার শিকড়ে পৌঁছানোর জন্য অভিভাবকদের প্রধান ভূমিকা পালন করতে হবে,যদি অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের আদর্শ জীবন গঠনে সর্বদা সচেতন থাকে,কখনো সেই ছেলে মেয়ে পথভ্রষ্ট হবে না একদিন মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে দেশের প্রতিটি ক্ষেত্রে নিজের জীবন পরিচালনা করবে,আমরা আমাদের শিক্ষার্থীদের সর্বদা শিক্ষার মনোনয়নে অবজারভেশন করে থাকি। আধুনিক রাষ্ট্রে যোগ্যতম নাগরিক গড়তে শিক্ষার কোন বিকল্প নাই বলেও মন্তব্য করেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর