আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ার সাবেক শিবির নেতা মোদ্দাছির জালনোটসহ গ্রেফতার


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার ।। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি কারে তল্লাশি চালিয়ে উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোদ্দাচ্ছিরসহ তিনজন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল নোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোহাম্মদ মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়। জানা যায়, সে উখিয়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন , বর্তমানে সে কোথাও কোন দায়িত্বে নাই। গত ডিসেম্বর থেকে জানুয়ারীর সেটআপে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর