উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবা-গৃহবধুসহ গ্রেফতার ২


নিউজ ডেস্ক: টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ৬ হাজার পিস ইয়াবা নিয়ে গৃহবধূসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। তবে এসময় পালিয়ে যায় গ্রেপ্তার গৃহবধূর স্বামী।

শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১০টায় উখিয়া উপজেলার ইমামের ডেইল বিজিবির অস্থায়ী চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মনোয়ারা বেগমকে (২৩) ও শাহপরীরদ্বীপের মৃত নুরুল আমিনের ছেলে সাহাব উদ্দিন (২৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি)। তিনি জানান, গতকাল রাতে চেকপোস্টে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি শুরু করি। এসময় মোটরসাইকেল চালক শফিক আলম নামে এক যুবক দৌড়ে পালিয়ে যান।

পরে তার স্ত্রী মনোয়ারা বেগমকে তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারের পিছনে থাকা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া যুবকের স্ত্রী মনোয়ারা বেগম ও প্রাইভেটকারে থাকা সাহাব উদ্দিন নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধার ইয়াবা থানায় হস্তান্তর করা হয়েছে।


Related posts

চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

হাটহাজারীতে ১০০পিস ইয়াবাসহ আটক ২

Chatgarsangbad.net

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment