আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় বকেয়া টাকার জন্য রোহিঙ্গা যুবকের আত্মহত্যা!


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।৩১ অক্টোবর সকালে এ ঘটনা ঘটেছে কুতুপালং ক্যাম্প-৭’র বি-৩ ব্লকের পেটান আলী মাঝির শেডে। স্থানীয় সুত্রে জানা গেছে, নাসির উদ্দিন(২২)নামক ওই যুবক ফ্রেন্ডশিপ এনজিওতে ক্যাম্প অভ্যন্তরে চাকরী করেন। এ সুবাদে তার বস্তিঘরের পাশের ইসমাঈল নামের এক রোহিঙ্গার দোকান থেকে মাসিক বাকিতে সদাই-পাতি করতেন। গত ৩ মাস ধরে বকেয়া টাকা দিতে না পারায় দোকানী ইসমাঈল গতকাল (৩০ অক্টোবর) বিকেলে নাসির উদ্দিনকে ডেকে নিয়ে বকাঝকা করেন।

এ ঘটনা পিতা-মাতা’কে জানালে তারাও বকাঝকা করেন, এতে অভিমানে নাসির উদ্দিন ফজরের নামায পড়ে ঘুমিয়ে পড়েন।এরপর ভোর সকালে যেকানো সময়ে কীটনাশক পান করেন। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পেরে নাসির উদ্দিনকে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গাদের অনেকেই বলেন, বকেয়া টাকা পাওনা দোকানী অপমান করাই সহ্য করতে না পেরে নাসির উদ্দিন আত্মহত্যার পথ বেঁচে নেন।এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত ক্যাম্প প্রশাসন, ক্যাম্প পুলিশ বা উখিয়া থানা পুলিশের অগোচরে লাশ দাফনের তোড়জোড় চালাচ্ছিলেন পরিবার। আত্মহত্যা করা নাসির উদ্দিন কুতুপালং ক্যাম্প-৭’র বি-ব্লকের পেটান আলী মাঝির শেডের আশ্রিত রোহিঙ্গা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মলর্তা মো.আরিফ হোসাইন চৌধুরী জানান, এ সংক্রান্ত কোন খবর পায় নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখাকালীন সময়ে কোন প্রশাসন এ বিষয়ে অবগত নয় বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর