আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> উখিয়ার গহীন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। হাতিটির বয়স অনুমান ৪০ বছর। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হাতিটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।কক্সবাজার দক্ষিণ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম বলেন, উখিয়ার জুমেরছড়া গহীন পাহাড় থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতিটি রক্ত বমি করেছে। প্রায় দেড় কিলোমিটার পাহাড়ি রাস্তায় বমির চিহ্ন দেখা গেছে। বমির কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়।তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে হাতিকে মাটিচাপা দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর