কক্সবাজারচট্টগ্রাম

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান: ৪ ব্যবসায়ী’কে ৩০ হাজার টাকা অর্থদন্ড


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন’র নির্দেশে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।এতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন রাখা,পণ্যসামগ্রীর মুল্য তালিকা না টাঙ্গানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে ৪ ব্যবসায়ী-প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা অর্থদন্ডিত করেছে।

বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোর্টবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কোর্টবাজারে হোটেল ইনসাফ’কে ১৫ হাজার,আল মদিনা হোটেল ৫ হাজার, কামাল ষ্টোর ৫ হাজার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারায় পলিথিন রাখার অপরাধে সিরাজ ষ্টোর কে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।তিনি বলেন, কোর্টবাজারে অভিযান পরিচালনা করে দুই হোটেলকে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা,নিষিদ্ধ পলিথিন রাখায় কাঁচাবাজারে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।এসময় স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম,থানা পুলিশের টীম সহ আইনপ্রয়োগকারী সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Related posts

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

Chatgarsangbad.net

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ঘুড়ি প্রতীক পেলেন এরফানুল করিম চৌধুরী

Shahidul Islam

খেলাঘর সংগঠক জাহিদ হোসেন আর নেই

Chatgarsangbad.net

Leave a Comment