উখিয়ায় অবৈধ ভাবে উত্তোলিত ৮ হাজার ঘনফুট বালু মাটিতে মিশে লবণ ছিটিয়ে বিনষ্ট


শ.ম.গফুর >>> কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন চোরাখোলা নামক জায়গায় থাইংখালী খাল থেকে অবৈধ ভাবে উত্তোলিত প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দের পর মাটির(প্রকৃতির) সাথে মিশিয়ে দিয়েছে।ওইসব বালু নিলামে বিক্রি করার কোন বিধি না থাকায় পরবর্তী ব্যবহার করতে না পারে যেনো, লবণ ছিটিয়ে বিনষ্ট করা হয়েছে।এসব অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এমনটাই বলে সত্যতা নিশ্চিত করে জানান,সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো.শাহীনুর ইসলাম শাহীন।তিনি বলেন,এসব বালু গত সপ্তাহে জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছিল।এ সময় পালংখালী ইউপি চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী,থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ অন্যান্য বিট কর্মকর্তা ও বনপ্রহরীগণ সাথে ছিলেন।


Related posts

বান্দরবানের আলীকদম উপজেলায় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেফতার চার।

Md Maruf

মিয়ানমার থেকে পণ্য আনার পথে নাফনদীতে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

Md Maruf

উখিয়ায় আবহমান বাংলার আকাশে বিলুপ্ত প্রায় ঘুড়ি উড়ালো আবাল বৃদ্ধ-বনিতা

Md Maruf

Leave a Comment