Hom Sliderচট্টগ্রাম

ইপিজেডে কাউন্সিলর জিয়াউল হক সুমনের ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ
ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের পক্ষ থেকে গরীব-অসহায়,প্রতিবন্ধী পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২১ এপ্রিল বিকেল ৪ টায় আলী শাহ্ নগর বন্দরটিলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আনােয়ারুল করিম রুশদীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হাজী জিয়াউল হক সুমন।

এসময় উপস্থিত ছিলেন, মােঃ সেলিম আফজাল, লােকমান হাকিম, সেলিম রেজা,নেছার মিয়া আজিজ, মােঃ শাহাবুদ্দিন, আক্তারুজ্জামান বাবুল, নুরুল আলম সােহেল,জামাল উদ্দিন,
চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ, জুবায়েদ খলিলদীপু, মােঃ সায়েম ও শ্রমিক লীগ নেতা নুরুল কবির সহ প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান। এ মাস কুরআন নাজিলের মাস। কাম, ক্রোধ, মোহ ও রিপু দমন করার মাস। আত্মশুদ্ধি, ধৈর্য ও খোদাভীতি অর্জনের মাস। তিনি আরো বলেন আমাদের কে যার যার অবস্থান থেকে দেশ ও জাতির উন্নয়নে মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।


Related posts

পৌরসভার পক্ষ থেকে দোহাজারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

Chatgarsangbad.net

হাজী আলী আহমদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

কর কর্তন ও রাজস্ব আদায় সংক্রান্ত মতবিনিময় সভা

Chatgarsangbad.net

Leave a Comment