জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো (UNESCO) এর ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস্ ইন বাংলাদেশ এর অনুমোদিত ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগর এর কাযর্করী কমিটির নিয়মিত মাসিক সভা সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম এ নেওয়াজ এর পরিচালনায় গতকাল ২৬ জানুয়ারি বিকেল ৫টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি আন্জুমান আরা বেগম, সহ-সভাপতি এস এস মুন্না শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সম্পাদক মো. বেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন, অর্থ সম্পাদক দুর্জয় দেব নাথ, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক ললিত চৌধুরী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. জোনাকি দেবী, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট জুলিয়েট জোন টসকানো, প্রকাশনা সম্পাদক জয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. এমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি সংগঠনের অভিষেক অনুষ্ঠান এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৯ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন এবং অসহায় দরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply