আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক বান্দরবান শাখার উদ্যোগে আর্থিক শিক্ষা ও সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক: বুধবার (২৬ ফেব্রুয়ারি) সমাজে অসুবিধা বঞ্চিত এবং ব্যাংকিং চ্যানেলের বাইরে সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তি, তাদের মধ্যে আর্থিক শিক্ষা ও সেবার বিষয়ে জ্ঞান বৃদ্ধি, স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা এবং প্রয়োজনীয়তাসহ বৈধ পথে প্রবাসী আয় প্রেরণের লক্ষ্যে আর্থিক শিক্ষা ও সেবা বিষয়ক সেমিনার আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. এর বান্দরবান শাখার উদ্যোগে বান্দরবান জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান ইসলামী একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্হাপক মো. মইন উদ্দীন’র সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন সৈয়দ মিয়া এর সঞ্চালনায় আয়োজিত আর্থিক শিক্ষা ও সেবা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. হোসেন উজ্জজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ইমানুয়েল জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো.সোলায়মান, রেইছা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিরু লাল তনঙ্গা, বান্দরবান ইসলামিক একাডেমির শিক্ষক আশরাফ উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান কাউসার, মো. সোহাগ প্রমুখ।

সভায় ব্যাংকের পক্ষ থেকে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ও দেশকে স্বনির্ভর করতে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে প্রেরণের গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের জন্য ব্যাংক কর্তৃক প্রদত্ত নানা ধরনের সেবা ও সুবিধাসমূহ তুলে ধরেন।নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, ব্যাংকিং সেবাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে আলোচনা করেন। এছাড়াও বিনিয়োগের বিভিন্ন দিক ও সঞ্চয়ের নানান সুযোগ সুবিধার বিষয়ে সবাইকে অবগত করা হয়। আলোচকরা শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিংয়ের সুযোগ-সুবিধা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রায় শতাধিক গ্রাহক ও শিক্ষার্থী উপস্হিত ছিলেন।


Related posts

চন্দনাইশে বৌদ্ধদের ভিক্ষু পরিবাসব্রত শুরু হচ্ছে আজ

Chatgarsangbad.net

চন্দনাইশে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন

Chatgarsangbad.net

চন্দনাইশের কৃতিসন্তান ডাঃ মফিজুর রহমান চমেকের ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসাবে পদোন্নতি

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment