আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ সম্পন্ন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ মহড়ার অংশ হিসেবে ইনক্যাপ (ENCAP) সিরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ বলেন, এ মহড়ার মূল উদ্দেশ্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি অর্জন এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন। যুক্তরাষ্ট্রের দেওয়া আধুনিক চিকিৎসা সরঞ্জাম আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হবেন।

ইনক্যাপ প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সংস্কার, স্যানিটেশন উন্নয়ন ও অপারেশন থিয়েটারের আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন টেবিল, লাইট, এয়ার কন্ডিশন, জেনারেটর এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র।

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর জুদাহ জানান, এ কার্যক্রমে নারী ও শিশুস্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক সরঞ্জাম সংযোজন চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র টিমের সিনিয়র সদস্য কার্নেল অ্যান্ড্রু ব্রি, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর গ্রিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সদস্য ও দুই দেশের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর