চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

আনোয়ারায় আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৫


আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ ও ছাত্রলীগের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার কর্ণফুলী টানেলের চায়না রোড ইকোনমিক জোন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত আহমদ ছফার পুত্র মো. হাসেম (৩৯), গুয়াপঞ্চক লুধা গাজীর বাড়ির মৃত জাফর আহমদের পুত্র মো. এসকান্দর (৩৫), কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত সোলায়মানের পুত্র মো. মুমিন (৩৫), একই এলাকার খালেদ ফারুকের পুত্র আব্দুল্লাহ আল মামুন (৩১) এবং বৈরাগ ইউনিয়নের খুশাল তালুকদারের বাড়ির আবুল কালামের পুত্র মো. আলী আকবর (৩৩)।

পুলিশ সুত্রে জানা যায়, রাত ১২টার দিকে বৈরাগ চায়না রোডের রাস্তার মাথা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে গেলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য ঝটিকা মিছিলের প্রস্তুতিকালের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

 


Related posts

বান্দরবান লামায় বিএটিবি’র ‘বনায়ন’ কর্মসূচির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে চারা বিতরণ

Chatgarsangbad.net

বরমায় তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

Saddam Hossain

চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এডভোকেট নাজিমের প্রচারণা

Saddam Hossain

Leave a Comment