আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ বারশত এলাকায় পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির গডফাদার মোহাম্মদ জাহাঙ্গীর (৩০) গ্রেফতার হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে মধ্যরাতে পুলিশের অভিযানে ওই এলাকা থেকে ১১০ লিটার প্রস্তুত চোলাই মদ, ৫০০ লিটার গাজনকৃত তরল পদার্থসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং জামাল ও পারভেজ নামের দুইজনকে আটক করা হয়।
ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
Leave a Reply