আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের আলোচনা সভা ও কমিটি গঠন


আমির ভাণ্ডার শরীফের ত্বরিকত ভিত্তিক সংগঠন আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের কাউন্সিল গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়্যদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলে আনজুমানে বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে হযরত মাওলানা সৈয়্যদ শহিদ শাহ আমির ভান্ডারী (ম.) কে সভাপতি ও মুহাম্মদ নিজাম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমির ভাণ্ডার শরীফের একটি আদর্শবাহী সংগঠন আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারীর কেন্দ্রীয় পর্ষদের ২০২২-২০২৫ কার্যকারী সংসদ আগামী ১১ মার্চ ২০২২ শুক্রবার অভিষেক অনুষ্ঠান-২০২২ অমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর