চট্টগ্রামবাংলাদেশমহানগর

আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধের প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির মানববন্ধন।


সাদ্দাম হোসেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (NEIR) ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ নভেম্বর) স্থানীয়ভাবে নতুন করে নিবন্ধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী মালিক সমিতি ও বিভিন্ন মার্কেটের দোকানিরা। এতে নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার ও তামাকুন্ডি লাইন এলাকার দোকানিরা অংশ নেন। অবৈধভাবে আসা বা আমদানি শুল্ক পরিশোধ করা হয়নি,দেশে এমন মোবাইল ফোন আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। অর্থাৎ ফোনটি চালু থাকলেও কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না।
ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক সময়ে BTRC, NEIR ও NBR এর কিছু সিদ্ধান্ত মোবাইল ব্যবসায় খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব নীতির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে।
তামাকুন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান বলেন,আমরা সরকারের রাজস্ব দিতে চাই, কিন্তু ব্যবসা করার সুযোগও চাই। এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা ব্যবসায়-বান্ধব এবং টেকসই বাজারব্যবস্থা গড়ে তুলবে,আমরা কোনো অপরাধী নই। বড় বড় কোম্পানির মতো আমরাও যদি ভ্যাটের আওতায় আসতে পারি, তাহলে সবাই বৈধপথে ব্যবসা করতে পারবেন।’ আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরছি এবং সরকারের কাছে যৌক্তিক সমাধানের আহ্বান জানাচ্ছি।
তামাকুন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন, দেশে ৯টি বড় সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। তারা বিদেশ থেকে আলাদা আলাদা পার্টস, ব্যাটারি, কেসিং, ডিসপ্লে কেজি হিসেবে এনে দেশে সংযোজন করে অফিসিয়াল ফোন হিসেবে বিক্রি করছে। অথচ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছেন না।
তামাকুন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি রায়হান পারভেজ, সালাউদ্দিন অপু, যুগ্ম সম্পাদক দীপঙ্কর দত্ত রনি , খোকন মিয়া, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক আকিল রবসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামাকুণ্ডি লেইন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব, সহ-সভাপতি আলহাজ্ব সেলিম ও বজলুল রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


Related posts

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

নগরীর ট্রাফিক ব্যবস্থায় দ্রুত সময়ে পরিবর্তন আসবে: সিএমপি কমিশনার

Saddam Hossain

চট্টগ্রামের দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

Saddam Hossain

Leave a Comment