আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগ্রাবাদে সন্ধ্যার আগে হকার বসতে পারবে না: চসিক মেয়র


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার ব্যবসা চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন।

তিনি নির্দেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর তৎপর থাকতেও বলেন। মেয়র বলেন, আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা।

এই এলাকার শৃঙ্খলার সাথে দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন জড়িত। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসেন। অবৈধ হকারদের কারণে এখানে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় এবং শৃঙ্খলা বজায় থাকাটাই মূল উদ্দেশ্য। খাবারের ভাসমান স্টলগুলো আমরা সন্ধ্যা শুরুর আগে সাড়ে পাঁচটা/পাঁচটা থেকে বসার সুযোগ দিচ্ছি যাতে অফিস ফেরত মানুষ সহজে খাবার খেয়ে যেতে পারেন। কিন্তু খাবার ছাড়া অন্য কোনো দোকান-হকারকে সন্ধ্যা ছয়টার আগে বসতে দেওয়া হবে না। যারা নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা পর্যন্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখানে কোনো স্থায়ী স্ট্রাকচারে ফুটপাত বা সড়কে দোকান বসানো যাবে না। চাইলে চাকাযুক্ত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু অবৈধভাবে রাস্তা-ফুটপাথ দখল করে স্থায়ী অবকাঠামো বা অস্থায়ী কংক্রিট ঘর নির্মাণ আমরা সহ্য করব না। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসা-জায়গাগুলো নানাভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেব।

আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবেন। পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়মিত তদারকি করবেন। আমাদের অভিযান আজকের জন্য নয়—এটি চলমান থাকবে এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব।

এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর