চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ


সাতকানিয়া সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও ২৫০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বোরবাজার নামক স্থানে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে আটককৃত মোঃ নজরুল ইসলাম (৫৫), সাতকানিয়া, বাজালিয়া ইউনিয়ান,১নং ওয়ার্ড,মৃত আব্দু রশিদের ছেলে চট্টগ্রামজেলার সাতকানিয়া উপজেলায় জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক একজনকে আটক ও ড্রেজার মেশিন জব্দ করা প্রসঙ্গে।

উপজেলার এনএসআই প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে বলেন,বোরবাজার এলাকার সাঙ্গু নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এনএসআই কাছ থেকে খবর পেয়ে সেখানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।


Related posts

তুমব্রু বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্য পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশে বেগম গুল চেমনআরা একাডেমী ও মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা

Chatgarsangbad.net

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে শ্রমিকদের ১১ দফা দাবী নিয়ে প্রহসনের অভিযোগ

Chatgarsangbad.net

Leave a Comment